
সাভারে এক জাপান প্রবাসীকে হত্যার ঘটনায় পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে প্রধান আসামী করে ২৩ জনের নামে মামলা করেছে নিহতের পরিবার।
ভোরে সাভার মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। পুলিশ সাভারের রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, যুবলীগ নেতা জসিম ও হামজাসহ তিনজনকে আটক করেছে। তবে, মূল আসামী এরশাদুর রহমান এরশাদকে আটক করতে পারেনি পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। <ংঃৎড়হম>গতকাল সাভারের রেডিও কলোনীতে জমি নিয়ে বিরোধের জেরে রাজা নামে এক জাপান প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়।