ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

সাভারে যুবলীগ সদস্যের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৪:০২, ৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:০২, ৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সাভারের বিরুলিয়ায় যুবলীগ সদস্য আল আরাফাত সজলকে হত্যার ৩ দিন পর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিংগাশ^র গ্রামের তুরাগ নদের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত ৩রা অক্টোম্বর মোবাইল ফোনে সজলকে ডেকে নেয় তার প্রতিবেশী রকি। পরে রকি ও আলতাফসহ কয়েকজন মিলে গভীর রাতে সজলের হাত পা বেঁধে গুলি করে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় সাভার মডেল থানায় নিখোঁজ উল্লেখ করে ডায়রি করেন পরিবারের সদস্যরা। পরে আজ বৃহস্পতিবার সকালে তার লাশ দেখতে পেয়ে জেলেরা পুলিশকে খবর দেয়। এলাকাবাসী রকিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি