সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি মন্তব্য আওয়ামী লীগ নেতাদের
প্রকাশিত : ১৯:১৪, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৪, ২৭ জানুয়ারি ২০১৭
বিএনপি সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলেন, রাষ্ট্রপতি নিরপেক্ষ ব্যক্তিদের দিয়েই কমিটি গঠন করেছেন। তাদের অভিযোগ, কমিশন গঠনে বিএনপিই অতীতে দলীয়করণ করেছে। আর আগামী নির্বাচন বর্জন করলে রাজনীতির মাঠে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।
সাংগঠনিক সফরে ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তার বক্তৃতায় উঠে আসে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রসঙ্গ। তার অভিযোগ, বিএনপি এখন নালিশি পার্টিতে পরিণত হয়েছে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেন, সার্চ কমিটি নিরপেক্ষ হয়েছে, যারা সমালোচনা করছে তাদেরই দলীয়করণের অভ্যাস রয়েছে।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অংশ নেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। তার দাবি দল নিরপেক্ষ ব্যক্তিদের দিয়েই সার্চ কমিটি গঠন করা হয়েছে।
আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিকভাবে তাদের অস্তিত্ব বিলিন হবে।
আরও পড়ুন