সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি
প্রকাশিত : ১৯:১৩, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৩, ২৭ জানুয়ারি ২০১৭
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সংবাদ সম্মেলন করে বিএনপি জানিয়েছে, এই কমিটি দলীয় আনুগত্যের বাইরে কাজ করতে পারবে না। অন্য এক আলোচনায় হরতাল সমর্থক ও সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়েছে দলটির নেতারা।
সার্চ কমিটি গঠনের দুই দিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যাদের নিয়ে সার্চ কমিটি করা হয়েছে, তাদের নিরপেক্ষ বিবেচনা করার কোনো অবকাশ নেই। তাঁর অভিযোগ, রকিবউদ্দিন কমিশনের মতই একটি কমিশন গঠনের প্রক্রিয়া চলছে।
বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে আরেক আলোচনায় অংশ নেন মির্জা ফখরুল। রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে হরতালে পুলিশি নির্যাতনের সমালোচনা করেন তিনি। বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত পরিস্থিতিই তৈরি করছে আওয়ামী লীগ।
অরাজনৈতিক সরকারের কাছে গণতান্ত্রিক অধিকার আশা করা মূল্যহীন বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।
আরও পড়ুন