ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

সিকান্দার আবু জাফরের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৫ আগস্ট ২০২১

কবি, সাহিত্যিক ও সাংবাদিক সিকান্দার আবু জাফরের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৫ সালের আজকের এই দিনে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় স্কুলে লেখাপড়া শেষে তিনি ভর্তি হন কলকাতার রিপন স্কুলে। বহুমুখী মননের অধিকারী এ মানুষটি ছিলেন একাধারে জাতীয়তাবাদী ও আন্তর্জাতিকতাবাদী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে প্রকাশিত তার কাব্যগ্রন্থ ‘বাংলা ছাড়ো’ ব্যাপক আলোচিত। এ ছাড়া রয়েছে তার বহুল পরিচিত গান ‘আমাদের সংগ্রাম চলবেই’।

তবে ‘সমকাল’ সাহিত্য পত্রিকার প্রকাশ ও সম্পাদনা সিকান্দার আবু জাফরের জীবনের সবচেয়ে তাৎপর্যময় ঘটনা। ১৯৫৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রকাশিত তার সম্পাদিত মাসিক ‘সমকাল’ বাংলা সাহিত্যের বিকাশে নতুন প্রবাহ সৃষ্টি করে।

গদ্য ও পদ্য রচনায় সমান দক্ষ সিকান্দার আবু জাফরের মূল খ্যাতি কবি হিসেবে। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ- ‘পূরবী’, ‘নতুন সকাল’ (উপন্যাস); ‘মাটি আর মিশ্র’ (ছোটগল্প); ‘প্রসন্ন শহর’, ‘তিমিরান্তিক’, ‘বৈরী বৃষ্টিতে’, ‘বৃশ্চিক-লগ্ন’, ‘বাংলা ছাড়ো’ (কবিতা); ‘সিরাজ-উদ-দৌলা’, ‘মহাকবি আলাউল’ (নাটক) ইত্যাদি।

১৯৬৬ সালে সিকান্দার আবু জাফর বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। ১৯৮৪ সালে তাকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তার পৈতৃক বাড়ি তেঁতুলিয়া গ্রামে আলোচনা সভা, কবর জিয়ারতসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি