ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সিঙ্গাপুরে চালু হচ্ছে চালকবিহীন বাস !

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২৩ নভেম্বর ২০১৭

ধরুন কোথাও ঘুরতে গেলেন। বসে আছেন পাবলিক বাসে! বাস চলছে শতমাইল বেগে। অকস্মাৎ চোখ পড়লো ড্রাইভারের দিকে। চালক নেই, কিন্তু বাস চলছে ঠিকঠাকভাবে। কি চোখ কপালে উঠে গেল ? চোখতো কপালে উঠার-ই কথা।

এমনটাই ঘটতে যাচ্ছে সিঙ্গাপুরের যোগাযোগ ব্যবস্থায়। ২০২২ সাল থেকে সিঙ্গাপুরে চালকবিহীন পাবলিক বাস চালু করার ঘোষণা দিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। জনসমাগম কম থাকে, এমন তিনটি রাস্তায় প্রাথমিকভাবে চালু করা হবে বাসগুলো।

প্রাথমিকভাবে স্বল্পপাল্লার বাস সার্ভিস চালু করা হবে। ট্রেন স্টেশন ও বাস স্টেশনে এ সুবিধা প্রদান করা হবে। অধিক জনসংখ্যার দেশ সিঙ্গাপুর মনে করছে, কৃষি কাজে জনসংখ্যাকে কাজে লাগাতে পারলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আরও বাড়বে।

পরিবহনমন্ত্রী কাউ বন ওয়ান বলেন, স্বয়ংক্রিয় যানগুলো আমাদের গণপরিবহন ব্যবস্থায় আরও গতি আনবে। যুবকরা এসব বাসে চলতে সবচেয়ে বেশি আগ্রহী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যানবাহন চলাচলের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। মিস্টার কাউ আরও বলেন, সিঙ্গাপুরে কমপক্ষে ১০ টি কোম্পানি চালকবিহীন বাস প্রযুক্তি নিয়ে কাজ করছে।

সূত্র: বিবিসি

এমজে/ এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি