ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিটি নির্বাচন স্থগিতে সরকারের হাত নেই: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৫৯, ১৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতে হাই কোর্টের আদেশের পেছনে সরকারের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করতেই সংবাদ সম্মেলন পূর্ব নির্ধারিত ছিল।

কিন্তু বুধবার সকালে হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত করলে প্রার্থী আর ঘোষণা করেন নি।

তিনি বলেন, `এখানে সরকারের যোগসাজশের কোনো বিষয় নেই। আমরা এই নোংরা পলিটিক্স করি না, এতে বিশ্বাসও করি না।`

৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের আকস্মিক মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদসহ ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডেরও ভোট হওয়ার কথা ছিল।

রাজধানীর বিলুপ্ত ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করেন আদালত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি