ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সিরাজগঞ্জে অর্ধশতাধিক শহীদ মিনারের জীর্ণদশা

প্রকাশিত : ১৫:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ভাষা শহীদদের স্মরণে নির্মিত সিরাজগঞ্জে প্রায় অর্ধশতাধিক শহীদ মিনারের জীর্ণদশা। ভাষার মাসে কিছুটা যতœ নেয়া হলেও, বছরের বাকি সময় পড়ে থাকে অযতœ আর অবহেলায়। এমন অবস্থায়, সুষ্ঠু তদারকির দাবি স্থানীয়দের। মাতৃভাষা বাঙলার দাবিতে, ১৯৫২ সালে যারা বুকের তাজা রক্তে রাঙিয়েছিলেন রাজপথ, সেইসব মহান শহীদদের স্মরণে, সিরাজগঞ্জে সরকারী ও বেসরকারী উদ্যোগে, বিভিন্ন সময় নির্মাণ করা হয়, অর্ধ শতাধিক শহীদ মিনার। কিন্তু, অযতœ-অবহেলায় এগুলোর বেহাল দশা। তিন বছর আগে যমুনায় বিলীন হয়ে গেছে ভাষা সৈনিক আব্দুল মতিনের জন্মস্থান, শৈলজানায় নির্মিত শহীদ মিনার আর পাঠাগার। গেলো বার জেলা প্রশাসকের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও এখনো নির্মান করা হয়নি শহীদ মিনার। তাই ২১শে ফেব্র“য়ারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও কলা গাছের মিনারই ভরসা। এ অবস্থায় শহীদ মিনার ও পাঠাগারটি পুনঃনির্মাণের দাবি আব্দুল মতিনের পরিবার ও স্থানীয়দের। শহীদ মিনার অবমাননা ও ভাষা মতিনের গ্রামে আরেকটি শহীদ মিনার নির্মাণের বিষয়ে কথা বলতে রাজি হননি  জেলা প্রশাসক। একুশে টেলিভিশনের ‘একুশে ফোরামের’ উদ্যোগে এনায়েতপুরের গোপিনাথপুরে নির্মিত শহীদ মিনারের চলছে ভাষা দিবস পালনের প্রস্তুতি।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি