ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সিরাজগঞ্জে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে হাছান মাহমুদ

প্রকাশিত : ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, এ’ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে তিনি এ’কথা বলেন। দল যখন ক্ষমতায় থাকে, তখন অনেকেই অনুপ্রবেশের চেষ্টা করে জানিয়ে হাছান মাহমুদ বলেন, কোন দুষ্কৃতকারী যাতে দলে প্রবেশ করতে না পারে সেব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি