ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ

প্রকাশিত : ১২:০৩, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:০৩, ১৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সিরিয়ার রাজধানী দামেস্কের সামরিক বিমানবন্দরে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসরায়েলের ছোঁড়া রকেটে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর জানায়নি তারা। হামলার শিকার বিমানবন্দরটি সিরিয়ার প্রেসিডেন্ট ভবন থেকে ৫ কিলোমিটার দূরে। ইতোমধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে সিরিয় সেনারা। ধারণা করা হচ্ছে, আসাদ সরকারের সমর্থনে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াই করা হিজবুল্লাহ বাহিনীকে লক্ষ্য করেই হামলা হয়েছে। ২০০৬ সালে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের মাসব্যাপী যুদ্ধ হয়। গেলো ডিসেম্বরেও একই বিমানবন্দরে ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি