ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সিরিয়ার হাসাকার নিয়ন্ত্রণ নিতে সরকারী স্থাপনায় কুর্দী বাহিনীর অভিযান

প্রকাশিত : ১৮:৪১, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪১, ২২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর হাসাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সেখানে অবস্থিত সরকারী স্থাপনায় শক্তিশালী অভিযান পরিচালনা করছে কুর্দী বাহিনী। এর আগে আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সবপক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে কুর্দী সেনাদের বরাতে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয় গেল রাতেই হাসাকায় সরকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান শুরু হয়েছে। সরকার সমর্থিত সেনাদের আত্মসমর্পনের নির্দেশও দিয়েছে কুর্দীরা। এদিকে, সিরিয়ায় হামলা পরিচালনার জন্য রাশিয়া আপাতত ইরানের সামরিক ঘাঁটি আর ব্যবহার করবেনা বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি