ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

সিলেটে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২২ মার্চ ২০২০

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার সন্দেহে আইসোলেশনে থাকা এক প্রবাসী নারীর (৬১) মৃত্যু হয়েছে।  শনিবার (২১ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। 

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল গণমাধ্যমকে জানান, সম্প্রতি বিদেশ ফেরত ওই নারীকে করোনা আক্রান্ত সন্দেহে গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ রোববার ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।’

তিনি বলেন, ‘প্রবাসী ওই নারী করোনা ভাইরাসে মারা গেছেন কিনা তা নিরুপণের চেষ্টা চলছে। লাশ এখনো হাসপাতালে রয়েছে। মারা গেলেও তিনি করোনার মারা গেছেন কিনা তা পরীক্ষা করে জানা যাবে। পরে তার লাশ হস্তান্তরের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

জানা গেছে, গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সিলেট নগরের শামীমাবাদ এলাকার ওই নারী। বিগত ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ থেকে তাকে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। 

এআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি