ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সিলেটে কোয়ারেন্টাইনে থাকা বৃদ্ধের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় হোম কোয়রেন্টাইনে থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। 

কোয়ারেন্টাইনে থাকা ওই ব্যক্তি দেশে থাকলেও সম্প্রতি তার ছেলে যুক্তরাজ্য দেশে ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালিসিস করাতে হতো তাকে। গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে তার ছেলে দেশে ফেরেন। পরদিন ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে বাবাকে নিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশনে যান প্রবাসী ছেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিস্তারিত শুনে তাকে কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেন।

এরপর থেকেই তিনি সব নিয়মকানুন মেনে কোয়ারেন্টাইনে থেকে আসছিলেন। কিন্তু গতরাতে তার মৃত্যু হয়। 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। স্থানীয় প্রতিরোধ কমিটিও জানতেন। তারপরও তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়নি। পরে তাকে নগরের মানিক পীরের টিলায় দাফন করা হয়।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি