ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সিলেটে নিজের কেন্দ্রে হারলেন কামরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান সিলেট সিটি নির্বাচনে নিজের কেন্দ্রে হেরেছেন। তিনি সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভোটার।  

আজ সোমবার সন্ধ্যা ছয়টায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

এই কেন্দ্রের ভোটের ফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে ১৩০ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী ভোট পেয়েছেন ৭৭৬টি, নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৬৪৬ ভোট।

নির্বাচনে যে দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হয়েছে, তাতে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।  

সিলেট নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নারী ও পুরুষ কেন্দ্রে বিএনপির অরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ হাজার ৩০৮ ভোট আর নৌকা প্রতীকের বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫৬৬ ভোট।

নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাত হোসেন ও নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আকতারুজ্জামান এই ভোটের ফলাফল নিশ্চিত করেছেন।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি