ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

সিলেটের হাওর-বাওর বিলে এখন পাখির মেলা

প্রকাশিত : ১০:২৯, ২ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:২৯, ২ ডিসেম্বর ২০১৬

আসছে শীত। সিলেটের হাওর-বাওর বিলে পাখির মেলা। এসময় পাখিদের খাবারের অভাব না থাকলেও নিশ্চিত আবাস সবচেয়ে জরুরী। আর পাখিদের একটু নিশ্চিত থাকার জায়গা দিতে সিলেটের শ্রীমঙ্গলে অভয়আশ্রম গড়ে তুলেছেন মাষ্টার গোলাম মওলা রাজা। শীতের এ সময়টায় হাওর-বাওর বিলে পাখিদের কলকাকলীতে মুখর হয়ে ওঠে সিলেটের হাওর-বাওর বিলগুলো। পড়ন্ত দুপুরে গাঙচিলের ছো দিয়ে মাছ ধরার দৃশ্য নয়নাভিরাম। আর সাদা বকের শিকারি চোখ পদ্মফোটা বিলে খুজে ফেরে পছন্দের আহার। শীতে দেশীয় পাখিদের সাথে যোগ হয় বিদেশী পরিযায়ী পাখি। সারা দিনের চারণ শেষে সন্ধ্যায় নিশ্চিত আবাসস্থল চরম ভাবিয়ে তোলে পাখিদের। শিকারীর নিষ্ঠুর চোখ এড়িয়ে টিকে থাকাটাই হয় বড় ঝক্কি। পাখিদের এমন সমস্যার কথা ভেবে নিজ বাড়িতে অভয় আশ্রম গড়ে তুলেছেন মাষ্টার গোলাম মওলা রাজা। বিশাল নদীর পাড় এলাকায় রাজার বাড়িটি যেন পাখিস্বর্গ। পাখিদের আশ্রম গড়ে তুলতে বাড়িটিতে লাগানো হয়েছে নানা প্রজাতির গাছ। তৈরী করা হয়েছে বড়সড় চারটি পুকুর। আর পাখিদের রক্ষায় নিয়োজিত আছেন পাহারাদার। মনোরম এমন পাখিস্বর্গ দেখতে যেতে পারেন যে কেউ। সঙ্গে বাড়তি যোগ হতে পারে কুয়াশার চাদরে মোড়া নির্মল চাঁদনী রাতে পাখির কলকাকলী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি