সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৮:২৪, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৪, ১৬ জানুয়ারি ২০১৭
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশ নিতে পাঁচদিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোবাবার রাত ১০টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে জুরিখের উদ্দেশে রওনা হন তিনি।
ফ্লাইটটি আবুধাবিতে অবতরণের পর সেখানে যাত্রাবিরতি শেষে ইতিহাদের আরেকটি ফ্লাইটে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি শামীম আহসানসহ সুইজারল্যান্ড সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আরও পড়ুন