ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সুনামগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ৩

প্রকাশিত : ১৫:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্র“পের বিরোধ অনেকদিনের। সম্প্রতি মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহতের পর এলাকা ছেড়ে গেছে কয়েকশ’ জেলে। ঘটনার দুই সপ্তাহ পরও অভিযুক্তদের কেউ গ্রেফতার না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। আর হতাশ হয়ে পড়েছে নিহতদের স্বজনেরা। গত ১৭ জানুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার গোড়ামারায় সাতপাখিয়া জারালিয়া নদীর মাছ ধরা ও দখল নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তাজুল ইসলাম, সাহারুল ও উজ্জ্বল নামে ৩ জেলে। আহত হয় অন্তত ৩০ জন। ঘটনার পরপরই এলাকা ছেড়ে যায় শতাধিক জেলে। হামলার ঘটনায় ৩৯ জনকে আসামী করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের হলেও এখনো কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। তাই বিচার নিয়ে শঙ্কায় রয়েছেন নিহতদের স্বজন ও ক্ষতিগ্রস্তরা। পুলিশ বলেছে, ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় অভিযানের তথ্য পেয়ে আগেই পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা জানিয়েছে, কাগজে-কলমে জলমহালটি দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির নামে লিজ নেয়া হলেও, এর দখল নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া এবং যুবলীগ নেতা একরার হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি