ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

সুপ্রিম কোর্ট দিবসে আইনজীবীদের রক্তদান কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:২৫, ২ জানুয়ারি ২০১৮

প্রথমবারের মতো পালন করা হয়েছে ‘সুপ্রিমকোর্ট দিবস’। এ উপলক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞা।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আপিল বিভগের বিচারপতি সৈয়দ মাহমদু হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

এছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ও সুপ্রিম কোর্ট ল’ইয়ার্স মেডিটেশন সোসাইটির উপদেষ্টা, জ্যেষ্ঠ আইনজীবী মো. আব্দুস সামাদসহ সমিতির নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিচারপতি ওয়াহহাব মিঞা বলেন, ‘ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দিবসটি এতদিন পালন করা হয়নি। এবার থেকে নিয়মিত পালন করা হবে।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে আনন্দের বিষয় হল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দিবসটি পালনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। এটি খুবই আশাব্যঞ্জক, উৎসাহব্যঞ্জক। আজকের এই দিবস উদযাপন উপলক্ষে আইনজীবী সমিতি যে উদ্যোগ নিয়েছে আমি আশা করব তারা প্রতিমাসেই এমন রক্তদান কর্মসূচি আয়োজন করবে। যাতে একটি ব্লাড ব্যাংক তৈরি হয়।’

সুপ্রিম কোর্ট দিবস উদযাপন কমিটির সভাপতি বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেন, ‘স্বাধীনতার ৪৬ বছর পর প্রথমবারের মত সুপ্রিম কোর্ট দিবস উদযাপন করছি। উদযাপনের এই দিনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির রক্তদান কর্মসূচি সত্যিই একটি মহৎ বিষয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’

এই রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর অস্থায়ী প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার সভাপতিত্বে ফুলকোর্ট সভায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করার সিদ্ধান্ত হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি