ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সুপ্রিম কোর্টে হেনস্তার শিকার হলেন শাহজাহান ওমর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ৬ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৫:২৯, ৬ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্টে এসে বিএনপিপন্থী আইনজীবীদের হেনাস্তার শিকার হলেন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। পরে পুলিশী পাহারায় হাইকোর্ট চত্বর ছাড়েন তিনি।

দল পরিবর্তনের পর আজ বুধবার প্রথম সুপ্রিম কোর্টে আসেন শাহাজান ওমর। প্রথমে নিজ চেম্বারেই বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন তিনি।

নিস্তার পাননি সুপ্রিম কোর্ট বারে গিয়েও। সেখানেও বিএনপিপন্থী আইনজীবীরা তার সঙ্গে কথা কাটাকাটি করেন।  

পরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে চাইলেও ব্যর্থ হন শাহজাহার ওমর। 

৪ নভেম্বর রাজধানীর বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। ২৯ নভেম্বর দুপুরে জামিন পান শাহজাহান ওমর। জামিনে কারাগার থেকে বেরোনোর পরদিন আওয়ামী লীগে যোগ দেন বিএনপির পদত্যাগী ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। 

এরপর নৌকা প্রতীকের ঝালকাঠি-১ আসনে মনোনয়ন পান তিনি। ৩০ নভেম্বর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন শাহজাহান ওমর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান ওমর বলেন, মাঝখানে বিএনপিতে থাকলেও আওয়ামী লীগ তার পুরনো জায়গা, সেখানে তিনি ফিরে এসেছেন।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে বহিষ্কার করে দলটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি