ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ক্ষোব প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৮ মে ২০১৭ | আপডেট: ১৫:২৭, ৮ মে ২০১৭

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার বিধিমালাটি গেজেট আকারে প্রকাশে অ্যাটর্নি জেনারেল আবারো সময় আবেদন করলে আপিল বিভাগ প্রশ্ন করেন- গেজেট কই। এ’সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সুপ্রিম কোর্ট থেকে বঙ্গভবন বা গণভবন কতদুরে যে এই তথ্য জানাতে আড়াই বছরের বেশি সময় লাগে। এর আগে, ২০১৬ সালের ৮ ডিসেম্বর বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর হাজির করতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেন আপিল বিভাগ। এর মধ্যে, গত ১২ ডিসেম্বর বিধিমালা গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি। পরে দুই সচিব আদালতে হাজির হলে গেজেট প্রকাশের নির্দেশ দিয়ে সময় দেয় আপিল বিভাগ।   


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি