সুশিক্ষিত জাতিকে কোন অপশক্তিই দমিয়ে রাখতে পারে না: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র
প্রকাশিত : ১৮:০৪, ২৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৪, ২৫ জানুয়ারি ২০১৭
সুশিক্ষিত জাতিকে কোন অপশক্তিই দমিয়ে রাখতে পারে না বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সকালে মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশের শিক্ষার্থীরা সুশিক্ষা অর্জন করে, সুনাগরিক হিসেবে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে। স্কুলের অধ্যক্ষ আনোয়ারা বেগম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্য আনোয়ারুল হক চৌধুরী, জামসেদুল আলম চৌধুরীসহ অন্যান্যরা।
আরও পড়ুন