ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবে যুক্তফ্রন্ট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপসহীন আন্দোলন চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেনন, সংবিধান প্রণেতা ও যুক্তফ্রন্টের  অন্যতম নেতা ড. কামাল। আজ  মঙ্গলবার সোহরাওয়ার্দী  উদ্যাদে যুক্তফ্রন্টের আয়োজনে আয়োজিত এক   সমাবেশে  তিনি এ মন্তব্য  করেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে আমরা যে  ঐক্য গঠন করেছি, তাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে রাষ্ট্রের মালিক মালিক জনগণের অধিকার প্রতিষ্ঠায়  ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বর্তমান সরকার ৫ জানুয়ারি অবৈধভাবে ক্ষমতা দখল করে বলেছিলেন খুব দ্রুত সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে কিন্তু এরপরে পাঁচ বছর পার হলেও নির্বাচনের ব্যবস্থা করা হয়নি।

তিনি বলেন, সরকার মুখে সংবিধানের কথা বললেও সংবিধানের ষোল আনা লংঘন করেছে সরকার

তিনি আরও বলেন, আগামী দিন জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করতে হবে।

 

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি