ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সেচ কাজের সুবিধায় ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ’

প্রকাশিত : ০৯:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সেচ কাজের সুবিধায় পাতকুয়া ভিত্তিক সোলার পাম্প প্রকল্প হাতে নিয়েছে ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ’। এটি চলবে সৌরবিদ্যুতে, কুয়ার গভীর থেকে পানি উঠিয়ে তা দিয়ে হবে সেচের কাজ। পাইলট প্রকল্প হিসেবে বগুড়ার সান্তাহারে একটি পাতকুয়ায় চালু করা হয়েছে এই সোলার পাম্প। সেচ কাজে জাতীয় গ্রিডের বিদ্যুতের উপর চাপ কমাতে, উত্তরাঞ্চলে পাতকুয়া ভিত্তিক সোলার পাম্প স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ’। সম্প্রতি বগুড়ার সান্তাহারে দমদমা গ্রামে একটি পাতকুয়ার উপরে সোলার প্যানেল বসিয়ে চালু করা হয়েছে পাম্প। সৌরবিদ্যুতে চলছে পাম্পটি, পাতকুয়ার ১২০ ফুট গভীর থেকে তোলা হচ্ছে পানি। এছাড়া, ওভারহেড ট্যাঙ্কেও ধারণ করা যাবে পানি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে বরেন্দ্র এলাকায় সাড়ে চারশো পাতকুয়া ভিত্তিক সোলার পাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। একেকটি পাতকুয়া থেকে প্রায় ৩০ বিঘা জমিতে সেচ দেয়া যাবে। বিকল্প এ’ পদ্ধতি নিয়ে উৎসাহী স্থানীয় চাষীরাও। এই প্রকল্প সফল হলে, বরেন্দ্র অঞ্চলে শুকনো মৌসুমে কৃষিকাজে আরো গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি