ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সেন্টমার্টিন দ্বিপের সমুদ্র বিলাস ঘিরে পর্যটকদের রয়েছে বাড়তি আকর্ষণ

প্রকাশিত : ১৮:৩১, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:০৯, ১৯ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আর সেন্টমার্টিনে রয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের রিসোর্ট ‘সমুদ্র বিলাস’। এই সমুদ্র বিলাস ঘিরে পর্যটকদের রয়েছে বাড়তি আকর্ষণ। ১৯৮৮ সালে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ২২ শতক জমি কেনেন লেখক হুমায়ুন আহমদ। পরে ১৯৯৩ সালে সেখানে গড়ে তোলেন ‘সমুদ্র বিলাস’ নামে একটি রিসোর্ট। এই রিসোর্ট সেন্টমার্টিনে পর্যটকদের বাড়তি আকর্ষন যোগ করে। হুমায়ুন আহমেদের হাজারো স্মৃতি রয়েছে রিসোর্ট ঘিরে। তার অবর্তমানে সমুদ্র বিলাসে স্মৃতি খুঁজে ফেরেন ভক্তরা। ২০১২ সালে হুমায়ুন আহমদের মৃত্যুর পর এই রিসোর্টের হাল ধরেন তার স্ত্রী শাওন। হুমায়ুন আহমেদের স্মৃতি ধরে রাখতে আরো বড় পরিসরে রিসোর্টটি সংস্কারের কথা জানালেন এই কর্মকর্তা। হুমায়ুন আহমেদের স্মৃতিময় রিসোর্ট টিকে থাকুক যুগ যুগ- এমন প্রত্যাশা ভক্তদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি