ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

সোমবার গ্যাটকো মামলা আপিলের আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২০ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:০০, ২০ আগস্ট ২০১৭

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা লিভ-টু আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে রায় দেবেন সর্বোচ্চ আদালত। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত বছরের ১০ মে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া।

রাজধানীর কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদদ।

মামলায় রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। পরের বছর খালেদা জিয়াসহ ২৪ জনের নামে চার্জশিট দেওয়া হয়।

আরকে/ টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি