ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সৌরজগতেই বাস করে এই ‘তুষারমানব’

প্রকাশিত : ১৬:০৩, ১১ ফেব্রুয়ারি ২০১৯

যেন অবিকল অপটু হাতে বানানো কোনও তুষারমানব। নাম ‘আল্টিমা থুলে’। নাসার নিউ হরাইজনস স্পেসক্র্যাফটের পাঠানো ছবি জুড়ে কেবলই বিস্ময়। সৌরজগতের কুইপার বেল্ট অঞ্চলে অবস্থিত চির তুষারের জগতে অবস্থান ‘আল্টিমা থুলে’র।

নিউ হরাইজনস ‘আল্টিমা থুলে’-র পাশ দিয়ে যাওয়ার সময় তার অনেকগুলো ছবি তুলেছে। মিশন প্রিন্সিপাল গবেষক অ্যালান স্টার্ন জানাচ্ছেন, এই আকৃতির কোনও মহাজাগতিক বস্তুর ছবি এর আগে তোলা হয়নি। গত ১ জানুয়ারি ৫০ হাজার কিলোমিটার দূরত্ব থেকে এই জোড়া গ্রহাণুর ছবি তোলা হয়েছে।

২০১৪ এমইউ৬৯ নামের এই মহাজাগতিক বস্তুর ছবি খুঁটিয়ে দেখে বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছেন এর দুটি অংশ রয়েছে।

বড় অংশটিকে ‘আল্টিমা’ ও ছোটটিকে ‘থুলে’ নামকরণ করা হয়েছে। ভাল করে পর্যবেক্ষণের পরে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, এরা গোলাকার নয়। বলা যায় চ্যাপটা। মহাজাগতিক বস্তুর আকার সম্পর্কে যা ধারণা রয়েছে, সেই ধারণায় বদল আনতে পারে এই ‘তুষারমানব’। স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা উত্তেজিত তাকে নিয়ে।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি