ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

‘স্থাবর সম্পতি অধিগ্রহন ও হুকুম আইন-২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

প্রকাশিত : ১৭:২২, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২২, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

অধিগ্রহন করা জমি’র ক্ষতিপূরন, বিদ্যমান দামের দেড়গুন থেকে বাড়িয়ে তিনগুন করে ‘স্থাবর সম্পতি অধিগ্রহন ও হুকুম আইন-২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটা ছাড়াও, হাইকোটের পর্যালোচনার আলোকে, আইনটির আরো পরীক্ষা-নিরীক্ষা করতে, বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জনপ্রয়োজন ও জনস্বার্থে সাধারণ মানুষের জমি অধিগ্রহন করে রাষ্ট্রের মালিকানায় নেয়ার কর্তৃত্ব রয়েছে সরকারের।  ১৯৮২ সালের, আইনে, ক্ষতি পূরন দেবার বিধান ছিল বিদ্যমান বাজার মূল্যের দেড়গুন। যা, নেহায়ত কম অভিযোগে অসন্তোষ ছিল সর্ব মহলে। দাবী ছিল, ক্ষতিপূরণ বাড়ানোর। এমন বাস্তবতায় আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার। সচিবালয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে, সেই সংশোধনীই নীতিগত অনুমোদন দেয়া হলো। এতে জমির মালিক তিনগুণ ক্ষতিপূরন পাওয়ার বিধার রাখা হয়েছে। পরে, বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। তবে, জমি সংক্রান্ত সমস্যা নিরসনে স্বচ্ছতা আনা ও হাইকোটের পর্যালোচনাগুলো আমলে নিতে, আইনের খসড়ার অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করবে, আইন মন্ত্রণালয়ের বিশেষ কমিটি। এছাড়া, ‘পল্লী সঞ্চয় ব্যাংক, সংশোধন অধ্যাদেশ আইন আকারে জারি এবং ‘বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জন আইন-২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি