ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

স্বল্প পুঁজিতে শুরু লিজার মাসিক আয় তিন লাখ টাকা (ভিডিও)

আফরোজা লুনা, গাইবান্ধা থেকে

প্রকাশিত : ১২:৫৯, ২৭ মে ২০২৩ | আপডেট: ১৩:০২, ২৭ মে ২০২৩

তাসলিমা আজম লিজা। দুই হাজার টাকা পুঁজি নিয়ে কাজ শুরু করে এখন তার মাসিক আয় প্রায় তিন লাখ টাকা। তার কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। এদের অনেকেই স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। 

সুঁই আর সুতার এক একটি ফোঁড়ে ফুটে উঠছে যেন জীবনের নানা গল্প। 

৫ জন কর্মী থেকে এখন ২শ’ জন । এদের মধ্যে স্বপ্নের বীজ বুনে দিয়েছেন উদ্যোক্তা তাসলিমা আজম লিজা। 

২০২০ সালে দুই হাজার টাকা পুঁজি ও ৫ জন নারী নিয়ে জামায় সুতার কাজ শুরু করেন তিনি। প্রতিষ্ঠা করেন ফাতিহা হ্যান্ডিক্রাফট। কাজের মান ও নকশা ভালো হওয়ায় ধীরে ধীরে তার কাজ ও পণ্যের চাহিদা বাড়তে থাকে। 

তাসলিমা আজম লিজা বলেন, “আমি যাচ্ছিলাম, আমার আশপাশের নারীদের নিয়ে কিছু একটা করতে। দুই-তিন হাজার টাকা দিয়ে শুরু করলাম।”

এখানে কাজ করছে শিক্ষার্থী, গৃহিনীসহ বিভিন্ন বয়সের নারী। নিজেরা আয় করায় সম্মান বাড়ছে তাদের।

তারা জানান, এই কাজ করায় পরিবারে আমার গুরুত্ব বেড়েছে। নিজের আয় দিয়ে নিজের হাতখরচ চালাতে পারছি। স্বামীর কাছে এখন আর টাকা যেতে হচ্ছেনা।

স্থানীয়রা জানান, তার কাছে নারী আসছেন, এটা দেখে খুবই ভালো লাগে। এই দুইশ’ নারী স্বাবলম্বী, তারা নিজেরা উপার্জন করছে, আত্মনির্ভরশীল হচ্ছে।

তার কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও।

তাসলিমার স্বামী মো. আজম বলেন, “তাকে সবসময় সহযোগিতা করে আসছি। ভবিষ্যতে সে আরও উপরে যাবে এই আমার প্রত্যাশা।”

তাসলিমার তৈরি পণ্য যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তার স্বপ্ন বিশ্বে পণ্য রপ্তানীর। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি