ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

স্বাস্থ্যখাতে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন ডা. স্বপ্নীল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৩:০৯, ২৩ অক্টোবর ২০১৯

স্বাস্থ্য খাতে উদ্ভাবনীতে অবদান রাখায় হেলথ অ্যাওয়ার্ড পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্বাস্থ্য বিষয়ক মেলা ‘ফিনিক্স হেলথ এক্সপো-২০১৯’ অনুষ্ঠানে ডা. মামুনকে অ্যাওয়ার্ড দেয়া হয়।

গত ২১ ও ২২ অক্টোবর দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা এক্সপো নামের একটি প্রতিষ্ঠান। 

আয়োজনের অংশ হিসেবে ছিল- রয়েছে দু দিনব্যাপী সেমিনার, বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে পদক প্রদান এবং একটি স্বাস্থ্য মেলা। মেলায় বেশ কয়েকটি হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ছিল। মেলায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা খরচ বিষয়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধার বিবরণ দেন।

সেমিনার পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ মহাসচিব অধ্যাপক ডাক্তার এহতেশামুল হক চৌধুরী। 

এছাড়া সেমিনারে ডেঙ্গু প্রতিরোধে সহায়ক ভূমিকা পালনের স্বীকৃত স্বরূপ হেলথ অ্যাওয়ার্ড-২০১৯ পান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি