ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সড়কে যানবাহনের চাপ বেড়েছে গাজীপুরে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ১৭ এপ্রিল ২০২১

সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে গাজীপুরে তুলনামূলকভাবে সড়ক-মহাসড়কে চাপ বেড়েছে। টেম্পু, অটোরিকশা ও মানুষের চলাচল আগের চেয়ে অনেকটাই বেশি দৃশ্যমান হয়েছে। 

শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাসসহ গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও ট্রাক, লরি ও জরুরি সেবার পরিবহন চলছে। 

তবে সড়কে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধির বালাই নেই। রিকশা, অটোরিকশা ও হালকা যানবাহনে একাধিক যাত্রী বহন করা হচ্ছে। 

অবশ্য উর্ধ্বমুখী সংক্ষমণ মোকাবেলায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কার্যক্রম চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি