ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

হবিগঞ্জে হাওরাঞ্চলের গ্রামগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে খোলা শৌচাগার

প্রকাশিত : ১২:২৪, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:২৪, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

হবিগঞ্জে হাওরাঞ্চলের গ্রামগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে খোলা শৌচাগার। এর পাশেই গোসল, কাপড়কাচা, থালা-বাসন ধোঁয়া থেকে শুরু করে গৃহস্থালীর সব কাজ করে হাওরবাসী। এ’নিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করলেও দারিদ্র এবং সচেতনতার অভাবে অবস্থার উন্নতি হচ্ছে না। হাওর পাড়ে প্রায় প্রতিটি বাড়িতেই চোখে পড়ে এমন খোলা শৌচাগার। জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ উপজেলায় গ্রামের পর গ্রাম জুড়ে একই দৃশ্য। শৌচাগারগুলো থেকে ময়লা পড়ছে হাওরের পানিতে। আর সেই দূষিত পানিতেই গোসল, কাপড়কাচা, থালা-বাসন ধোয়া থেকে শুরু করে গৃহস্থালীর কাজ চলছে। পাকা শৌচাগার নির্মাণের সামর্থ্য নেই অনেকের। আছে সচেতনতার অভাবও। আর এ’ ব্যাপারে সরকারি-বেসরকারি কোনো সংস্থার সহায়তা না পাওয়ার অভিযোগও হাওরবাসীর। তবে, জনসচেতনতা বাড়াতে বিভিন্ন বিভাগের সমন্বিত উদ্যোগের কথা জানালেন কর্মকর্তারা। জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছে সচেতন মহল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি