ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

হাইকোর্টের পুনর্গঠিত ১৬টি বেঞ্চ আজ থেকে কার্যকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:১০, ৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের নতুন ১৬টি বেঞ্চ দায়িত্ব পালন করবে।

পুনর্গঠিত এ ১৬ বেঞ্চের বিচারপতিরা হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীম, বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমান, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি মো. ফারুক (এম ফারুক) ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি এএনএম বসির উল্লাহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও মো. আতোয়ার রহমান, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি