ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

হাতকড়া পরা আসামী ছিনতাই, তিন পুলিশ আহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৫, ৫ আগস্ট ২০২১

কক্সবাজারের টেকনাফে পুলিশকে পিটিয়ে হাবিব রহমান নামের এক আসামী হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছে স্বজনরা। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, রফিকুল ইসলাম রাফি ও নাজির হোসেন। 

বুধবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হাবিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার দুপুরে টেকনাফ উপজেলার ছোট হাবিরপাড়া গ্রামের মাদক-অস্ত্রসহ ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাবিবুর রহমান হাবিব ওরফে মগুকে আটক করা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মৌলভি সৈয়দুল ইসলামের নেতৃত্বে আসামির স্বজনরা এগিয়ে এসে লোহা রড, দা, কিরিচসহ ইটপাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়। এরপর হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা। 

এ ঘটনায় ওই তিন পুলিশ কর্মকর্তা আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত পুলিশদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাহজারুল হক জানান, দুপুরে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ছিনিয়ে নিয়ে যাওয়া আসামি হাবিবকে গ্রেপ্তারে অভিযান চলছে। ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

এ ঘটনায় ইউপি সদস্যসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি