ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

হাসপাতালগুলোকে ১৫দিনের মধ্যে পরীক্ষার ফি তালিকা টাঙানোর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৪ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৩৩, ২৪ জুলাই ২০১৮

আগামী ১৫ দিনের মধ্যে দেশের প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শারীরিক পরীক্ষার মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো যাতে রোগী ও তার স্বজনদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে সেজন্য মূল্যতালিকা টাঙ্গানোকে বাধ্যতামূলক করেছে হাইকোর্ট।

আজ সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। এসময় প্রত্যেক জেলা সদর হাসপাতালে ৩০টি করে আইসিইউ বেড কেন স্থাপন করা হবেনা এবং প্রত্যেক বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার পরীক্ষা ও ফিসের মূল্য তালিকা কেন প্রদর্শন করা হবেনা এবং কেন যাচাইবাছাই করে বেসরকারি ক্লিনিক ও পরীক্ষাগুলোর লাইসেন্স দেয়া হবেনা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

এদিকে বেশিরভাগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, কোনো ধরণের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই যার যার ইচ্ছেমতো শারীরিক পরীক্ষার ফি নির্ধারণ করার অভিযোগ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে হাজার হাজার রোগী ও তার স্বজনরা। রোগী ও তার স্বজনদের কাছ থেকে হাসপাতালগুলো যাতে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সে জন্যই এই রুল জারি করেন আদালত।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি