ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

হিলিতে পৌরসভার প্রবেশদ্বারে জীবানুনাশক টানেল স্থাপন

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৩, ২৩ মে ২০২০

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রামন রোধে পৌরসভার প্রবেশদ্বারে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে হিলি পৌরসভা প্রাঙ্গনে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক এই জীবানু নাশক টানেলের উদ্বোধন করেন।

এসময় সেখানে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,পৌরমেয়র জামিল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে পৌরসভার উদ্যোগে চারটি জীবানুনাশক টানেল নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একটি দেশি-বিদেশি মানুষের পারাপার হওয়ায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটে, একটি হাসপাতালের গেটে, একটি উপজেলা পরিষদের সামনে ও একটি পৌরসভার প্রবেশদ্বারে ইতোমধ্যেই বসানো হয়েছে। তবে ঈদের নামাজ আদায় করা হবে এমন ৪টি মসজিদের প্রবেশ দ্বারে এই চারটি জীবানুনাশক টানেলগুলো স্থাপন করা হবে। যাতে মুসল্লিরা জীবানু মুক্ত হয়ে মসজিদে প্রবেশ করতে পারেন ও নামাজ আদায় শেষে জীবানুমুক্ত হয়ে বাড়িতে প্রবেশ করতে পারেন।
কেআই/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি