ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

হিলিতে সাংবাদিক লাঞ্ছনাকারী পুলিশকে প্রত্যাহারের দাবীতে সময়সীমা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০১, ১০ অক্টোবর ২০১৯

স্থানীয় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে সময়সীমা বেঁধে দিয়েছেন সাংবাদিকরা।

আজ বৃহস্পতিবার হাকিমপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন স্থানীয় সাংবাদিকরা। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা। 

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম সুইট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, এুকশে টেলিভিশনের প্রতিনিধি সালাহউদ্দিন বকুল, মাছারাঙা টেলিভিশনের প্রতিনিধি হালিম আল রাজী, ডিবিসি নিউজের প্রতিনিধি মাসুদুল হক রুবেল, সময় টেলিভিশনের প্রতিনিধি শফিকুল ইসলাম, আরিটিভির প্রতিনিধি আব্দুল আজিজ, ৭১ টিভির প্রতিনিধি তারিকুল সরকার প্রমুখ। 

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় হীরামতি সিনেমা হলের সামনে সংবাদ সংগ্রহ করতে গেলে এসআই মিজানুর রহমান মুভি বাংলা টেলিভিশন ও ডেইলি ইন্ডাষ্ট্রি’র স্থানীয় প্রতিনিধি সোহেল রানাকে গালি গালাজ করেন। এ সময় তিনি রানাকে মারতেও উদ্যত হন। এছাড়াও মিজানুর স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্য করে নানা কুটক্তিমূলক কথা বলেন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি