ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

হোয়াটস অ্যাপে গ্রুপ কলিংয়ের সুবিধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮

এবার একজন নয়, একই সঙ্গে চারজনের সঙ্গে ভিডিও চ্যাটের সুযোগ পেতে চলেছেন ইউজাররা৷ সুবিধাটি ব্যবহারকারীরা পেতে চলেছেন ফেসবুক অধীনস্থ হোয়াটস অ্যাপের দৌলতে৷ সংস্থা আগেই এনেছিল ভিডিও কলিংয়ের ফিচারটি৷ সেই ফিচারটিকেই নতুনভাবে নিয়ে এল কর্তৃপক্ষ৷ চলতি বছরে ফেসবুক আয়োজিত বৈঠকে সংস্থা ঘোষণা করে খুব শীঘ্রই আরও আধুনিকভাবে আসতে চলেছে অডিও এবং ভিডিও ফিচারটি৷ সম্প্রতি হোয়াটস অ্যাপ গ্রুপ ভিডিও কলিংয়ের ফিচারটি ব্যবহারে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে কর্তৃপক্ষ৷ ফিচারটি অ্যন্ড্রয়েড ও আইফোন উভয় ব্যবহারকারীরাই পাবেন৷

২০১৪ সালে হোয়াটস অ্যাপ এনেছিল ভয়েস কলিংয়ের সুবিধাটি৷ এর ঠিক দুই বছর পর (২০১৬) সংস্থা এনেছিল ভিডিও চ্যাটিং ফিচারটি৷ সংস্থার তথ্য অনুসারে, ব্যবহারকারীরা প্রতিদিন ফোনে কথা বলে দুই বিলিয়ন মিনিট সময় কাটিয়েছেন৷ প্রত্যেক মাসে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন গড়ে ১ দশমিক ৫ বিলিয়ন মানুষ৷ ৩১ জুলাই ব্লগের মাধ্যমে কর্তৃপক্ষ জানাচ্ছে, ‘আজ থেকে ব্যবহারকারীরা গ্রুপ কলসের (ভয়েস ও ভিডিও) সুযোগটি পেতে চলেছেন৷’

‘হোয়াটস অ্যাপ গ্রুপ কলিং’ ফিচারটির মাধ্যমে একই সঙ্গে আরও তিনজনের সঙ্গে ভিডিও চ্যাট করা সম্ভব হবে৷ পোস্টের তথ্য অনুসারে, ‘গ্রুপ কলিংয়ে যে কোনও সময় যে কোনও মুহূর্তে মোট চারজনের সঙ্গে চ্যাট করা সম্ভব হবে৷’ কিভাবে ব্যবহার করবেন’হোয়াটস অ্যাপ গ্রুপ কলিং’ফিচারটি?

প্রথমে, ওয়ান-অন-ওয়ান ভিডিও কল দিয়ে শুরু করুন৷ কলটি কানেকটেড হয়ে গেলে ‘অ্যাড পার্টিসিপেন্ট’ অপসনটিকে খুঁজে বের করে সিলেক্ট করুন৷ একই পদ্ধতিতে আরও একজনকে অ্যাড করুন৷ এভাবেই সর্বোচ্চ চার জন পর্যন্ত ব্যবহারকারীকে অ্যাড করতে পারবেন৷ একই নিয়মে হোয়াটস অ্যাপ অডিও গ্রুপ কলিং ফিচারটি ব্যবহার করতে পারেন৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি