ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

হয়রানি ও নানা জটিলতায় কমছে ভারত ভ্রমণ (ভিডিও)

জামাল হোসেন, বেনাপোল থেকে

প্রকাশিত : ১৩:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২৩

ভারতীয় ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা ও বাংলাদেশে ভ্রমণকর বাড়ায় কমে গেছে ভারতগামী পাসপোর্টযাত্রী। বেনাপোল-পেট্রাপোল দুই চেকপোস্টেই নানা হয়রানি-জটিলতায়ও ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশিরা। হতাশ দু’দেশের ব্যবসায়ীরাও। 

চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যাতায়াত করেন লাখ লাখ বাংলাদেশি পাসপোর্টযাত্রী। 

আগে আবেদনের ১০-১৫ দিনে ভারতীয় ভিসা পাওয়া গেলেও এখন হচ্ছে না দুই-তিনমাসেও। ভিসার মেয়াদও কমে দাঁড়িয়েছে তিন থেকে ছয়মাসে। এদিকে বাংলাদেশ সরকারও ভ্রমণকর বাড়িয়ে করেছে এক হাজার টাকা। 

পাসপোর্টে ভুল ও সনদের অজুহাতে অর্থ হাতিয়ে নিচ্ছেন দুই দেশের কিছু ইমিগ্রেশন পুলিশ সদস্য। বেনাপোল চেকপোস্টে বিজিবি ও পেট্রাপোলে বিএসএফের দুই দফা তল্লাশিসহ ব্যাগেজ সুবিধা না পেয়েও হয়রান যাত্রীরা। 

ভূক্তভোগী যাত্রীরা জানান, পাসপোর্ট নিয়ে ব্যাগ তল্লাসির নামে প্রচুর পরিমাণে হয়রানির শিকার হতে হচ্ছে। আগে যে কয়বার গিয়েছি তাতে ভ্রমণকরটা এবারই ১ হাজার টাকা দিতে হচ্ছে। ভিসা পেতেও তিন থেকে চার সময় লেগে যাচ্ছে।

আগে দিনে ছয়-সাত হাজার যাত্রী ইমিগ্রেশনে ভারতে যাতায়াত করলেও আগস্ট থেকে নেমে এসেছে অর্ধেকেরও নিচে। ভ্রমণকর কম পেয়ে রাজস্ব হারাচ্ছে সরকারও। 

বেনাপোল সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো: মহসিন আলী বলেন, “যে পরিমাণে প্রতিদিন ভারতগামী যাত্রী যাতায়াত করে তাতে দেখা যায় আগস্টের প্রথম থেকেই কমতে শুরু করেছে।”

গত ২০২২-২৩ অর্থ বছরে প্রথম ৩ মাসে ৫ লাখ ৬৮ হাজার ৭৯৮ জন যাত্রী ভারতে যাতায়াত করেছে। ভ্রমণকর বৃদ্ধির পর ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম ৩ মাসে ৪ লাখ ২৬ হাজার ৬৩৯ জন যাত্রী ভারতে যাতায়াত করেছে। এই সময়ে যাত্রীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ১৫৯তে। 

তবে খুব শিগগিরই যাত্রী যাতায়াত স্বাভাবিক হওয়ার আশা বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের। 

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালক আব্দুল জলিল বলেন, “সাম্প্রতিক কালে বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী গমনাগমনের সংখ্যা কমে গেছে। আশা করছি, খুব শীগগিরই যাত্রী গমনাগমন স্বাভাবিক হবে।”

সমস্যার স্থায়ী সমাধানে দুই দেশের সরকারের কার্যকরী পদক্ষেপ চান যাত্রীরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি