ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

১০ জুন : ইতিহাসে আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১০ জুন ২০২০

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১০ জুন, বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১০ জুন ঘটনাবলি :
১৬১০- গ্যালিলিও শনি গ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেন।
১৭৫২- বেঞ্জামিন ফ্র্যাংকলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হন।
১৭৯০- ইংরেজ সেনাবাহিনী মালয় নামে পরিচিত বর্তমানকালের মালয়েশিয়ার ওপর হামলা চালায়।
১৮৮১- রাশিয়ার বিখ্যাত লেখক কাউন্ট লিও তলস্তয় চাষির ছদ্মবেশে একটি মঠের দিকে তীর্থযাত্রা শুরু করেন।
১৯০৫- অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় কলা সংসদ গঠিত।
১৯২৬- তুরস্কে সর্বশেষ জানেসারী বিপ্লবের সূচনা।
১৯৪০- ইংল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে ইতালির যুদ্ধ ঘোষণা।
১৯৪০- উইনস্টন চার্চিল তার নতুন মন্ত্রিসভা গঠন করেন।
১৯৭২- ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা।
২০০১- মিডিয়া সম্রাট সিলভিও বালুসকনি দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত।

আজ যাদের জন্ম হয় :
১৮৩২- ইংরেজ কবি অ্যাডউইন আর্নল্ড।
১৯১৫- নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক সল বেল।
১৯১৮- বাঙালি কবি ফররুখ আহমদ।
১৯৪২- তৎকালীন পূর্ব পাকিস্তানের শহীদ ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান।

আজ যাদের মৃত্যু হয় :
১১৯০- রোম সম্রাট ফ্রেডরিক বারবারোসা।
১৮৬৮- সার্বিয়ার রাজা তৃতীয় মাইকেল।
১৯৪৮- কবি অতুল প্রসাদ সেন।
১৯৪৯- নোবেলজয়ী নরওয়েজীয় লেখিকা সিগরিদ উনসেট।
১৯৫১- প্রাবন্ধিক এস ওয়াজেদ আলী।
১৯৬৫- বিপ্লবীনেতা অতীন্দ্রনাথ।
২০০০- সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি