ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১০ লাখ ডায়াবেটিস রোগীর স্ক্রিনিংয়ে সহায়তা করবে রোটারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২১ অক্টোবর ২০১৯

রোটারি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস সচেতনতা ও প্রতিরোধ কমিটির এক সভা শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

কমিটির চেয়ারম্যান ও রোটারির প্রাক্তন গভর্নর মগফুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ন কর্মসূচি ১০ লাখ মানুষের ডায়াবেটিক স্ক্রিনিং প্রোগ্রামে সহায়তা করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বাংলাদেশে ব্যাপক হারে ডায়াবেটিক রোগের প্রাদুর্ভাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ডায়াবেটিস প্রতিরোধের জন্য সভায় ব্যাপক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি