১২৮ টি সেতু নির্মানের প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক
প্রকাশিত : ১৬:৪৩, ১০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৪৩, ১০ জানুয়ারি ২০১৭
দেশের ৯৪ টি উপজেলায় প্রায় তিন হাজার নয়’শ সাতাশ কোটি টাকা ব্যায়ে ১২৮ টি সেতু নির্মানের প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। পিছিয়ে পরা মানুষদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার বিদ্যুতায়নেও নেয়া হয়েছে নতুন প্রকল্প।
উন্নয়নের পূর্বশর্ত রাস্তঘাট, ব্রীজ কালভার্ট নির্মান। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে অনুমোদন দেয়া হল প্রায় তিন হাজার নয়’শ সাতাশ কোটি টাকা ব্যায়ে ১২৮ টি সেতু নির্মানের প্রকল্প।
দেশের আটটি বিভাগের ৪০ টি জেলার ৯৪ টি উপজেলার গ্রামীণ অর্থনীতিকে তরান্বিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল।
এদিকে, পিছিয়ে পরা মানুষদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার বিদ্যুাতায়নেও একটি প্রকল্প নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ভোলা জেলার গ্রামীণ অবকাঠামো তৈরী, ’বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরন, ঢাকা সিটি কর্পোরেশনের নব সংযুক্ত চারটি এলাকার সড়ক অবকাঠামো উন্নয়ন, তথ্য ভবন নির্মানসহ মোট নয়টি প্রকল্প অনুমোদিত হয় একনেক বৈঠকে।
আরও পড়ুন