ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

১৩ ফেব্রুয়ারি শহিদ রাউফুন বসুনিয়া দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৩

আগামীকাল ১৩ ফেব্রুয়ারি শহীদ রাউফুন বসুনিয়া দিবস। দিনটি উপলক্ষে সকাল ৯টায় রাউফুন বসুনিয়ার ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান।

রাউফুন বসুনিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ১৩ ফেব্রুয়ারি মহসিন হল মাঠে বসুনিয়া তোরণ এ উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হযেছে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে। 

রাউফুন বসুনিয়া ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্বদানকারী অকুতোভয় ছাত্রনেতা। ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে এরশাদ বিরোধী মিছিলে নেতৃত্বদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল ও কলেজের সামনে তৎকালীন স্বৈরাচার সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। তার এই আত্মত্যাগ স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করে এবং ইতিহাসে এক অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত করে।

বসুনিয়া কুড়িগ্রাম জেলার সন্তান। জেলার রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন। উচ্চ মাধ্যমিক পাস করেন কারমাইকেল কলেজ থেকে। তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। মৃত্যুর সময় সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি