ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

১৪ জুলাই : ইতিহাসে আজকের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১৪ জুলাই ২০২১

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৪ জুলাই, বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ১৪ জুলাই ঘটনাবলি :
১২২৩ - অষ্টম লুই ফ্রান্সের রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৭৮৯ - বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
১৮৬১ - বিশ্বের প্রথম মেশিনগান তৈরি করা হয়।
১৮৬৭ - আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।
১৯১৭ - ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা।
১৯১৮ - টর্নেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে গেলে ৪৪২ জনের মৃত্যু হয়।
১৯২৭ - হাওয়াইতে প্রথম বাণিজ্যিক বিমান চালু হয়।
১৯৩০ - বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।
১৯৫৮ - জেনারেল আব্দুল করিম কাসেমের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইরাকের রাজতান্ত্রিক সরকারের পতন ঘটে এবং প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৭৩ - জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত।

আজ যাদের জন্ম হয় :
১৭৫৬ - ইংরেজ কবি টমাস রোলান্ডসন জন্মগ্রহণ করেন।
১৯০৩ - আমেরিকান লেখক আর্ভিং স্টোন জন্মগ্রহণ করেন।
১৯১৩ - জার্মান রাজনীতিবিদ ফ্রিৎজ আর্থার জন্মগ্রহণ করেন।
১৯১৩ - জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।
১৯১৮ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক জন্মগ্রহণ করেন।

আজ যাদের মৃত্যু হয় :
১৯০৭ - রসায়নবিদ ও উদ্ভাবক স্যার উইলিয়াম হেনরি পারকিন মৃত্যুবরণ করেন।
১৯৭১ - রসায়নবিদ পুলিনবিহারী সরকার মৃত্যুবরণ করেন।
১৯৮৩ - তেলেগু কবি শ্রীবঙ্গম শ্রীনিবাস রাও মৃত্যুবরণ করেন।
১৯৮৫ - গণিতজ্ঞ, শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষ মৃত্যুবরণ করেন।

দিবস :
আজ ফ্রান্সের স্বাধীনতা দিবস
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি