ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

গ্যাটকো দুর্নীতি মামলা

১৮ মার্চ খালেদার বিরুদ্ধে চার্জ শুনানি

প্রকাশিত : ১৪:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালত এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন মাসুদ আহমেদ তালুকদার, জয়নাল আবেদিন মেজবাহ ও জিয়াউদ্দিন জিয়া। তারা চার্জ গঠনের আগে আদালতের কাছে সময় আবেদন করেন।

আবেদনে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, আগেরবার শুনানিতে আদালত মামলার আলামতসহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের দেয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা এখনও সে সব নথি হাতে পাইনি। তাই আমরা শুনানি করতে পারছি না। আমাদের সময় দেয়া হোক।

এ সময় বিচারক সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ১৮ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

এদিন দুপুর ১২টা ৪৫ মিনিটে সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ১টা ৫ মিনিটে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।

আজ গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি