ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

১৯৬৮ সালে ডেমোক্র্যাটিক শিবিরে যোগ দেন হিলারি

প্রকাশিত : ১১:১৭, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:১৭, ৯ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পুরো নাম হিলারি রডহ্যাম ক্লিনটন। ১৯৪৭ সালের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের শিকাগোয় জন্ম নেন তিনি। আর দশ জনের মতোই সাদামাটা শৈশব পেরিয়ে স্কুল আর কলেজের পাট চুকিয়ে আইন নিয়ে পড়তে চলে যান যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ে। রাজনীতি জীবনের শুরুতে রিপাবলিকান দলে থাকলেও ১৯৬৮ সালে যোগ দেন ডেমোক্র্যাটিক শিবিরে। ১৯৭১ সালে প্রথমবার ওয়াশিংটন ডিসিতে এসে দলের হয়ে কাজ শুরু করেন। ৭৪-এ তিনি আরকান্সাস ইউনিভার্সিটির শিক্ষক পদে যোগ দেন। যেখানে তার সহপাঠী বিল ক্লিনটনও শিক্ষকতা করতেন। ১৯৭৫ সালে বিল ক্লিনটনের সঙ্গে বিয়ের পরও স্বামী-স্ত্রী দুজনই ডেমোক্র্যাটিক দলের হয়ে কাজ চালিয়ে যান। ১৯৭৮ সালে আরাকান্সাসের গভর্নর নির্বাচিত হন বিল। আর ১৯৯২ সালে  ক্লিনটনের প্রেসিডেন্সিয়াল প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাইজে পা রাখেন হিলারি। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত নিউইয়র্কের সিনেটরের দায়িত্ব পালনের পর ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের পক্ষে মনোনয়ন চেয়ে মাঠে নামেন। তবে প্রাইমারীর লড়াইয়ে হেরে যান বারাক ওবামার কাছে। নির্বাচনের পর ওবামা সরকারের পররাষ্ট্র্র্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান হিলারি। অবশেষে ২০১৬ সালের নির্বাচনে দলের হয়ে মাঠে নেমে প্রথমবারের মতো নারী হিসেবে প্রেসিডেন্ট পদে মনোনিত হন অভিজ্ঞ এ রাজনীতিবিদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি