ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

১৯৭০ সালের পর থেকে বন্যপ্রানী কমেছে ৬০ ভাগ

প্রকাশিত : ১৬:২১, ২৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:২১, ২৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

১৯৭০ সালের পর থেকে পৃথিবীতে বন্যপ্রানীর সংখ্যা প্রায় ৬০ ভাগ কমে গেছে। গবেষকদের আশংকা, এ অবস্থা চলতে থাকলে ২০২০ সাল নাগাদ পৃথিবী থেকে দুই-তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে। সম্প্রতি ‘দ্যা লিভিং প্ল্যানেটের প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। সময়ের সাথে পাল্লা দিয়ে , এই হারিয়ে যাওয়ার তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন প্রাণী। সম্প্রতি পরিবেশবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ও জুওলোজিক্যাল সোসাইটি অব লন্ডনের গবেষণায় বের হয়ে আসে এই ভয়াবহ তথ্য। দ্যা লিভিং প্ল্যানেট নামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৫৮ শতাংশ কমেছে বনপ্রাণী। এই তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার হাতি ও হাঙ্গর। এছাড়া বছরে প্রায় ২শতাংশ হারে কমছে মেরুদন্ডী প্রাণী। গবেষকরা জানান, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নদী, লেক ও জলাভূমিতে বসবাসকারী প্রাণীরাই। স্বাদু পানিতে এই কমে যাওয়ার হার ৮১ শতাংশ। এজন্য বন ধ্বংস, জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত শিকার, বন্যপ্রাণী নিয়ে বাণিজ্য আর জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন গবেষকরা। এ ধারা অব্যাহত থাকলে আগামী ৪ বছর পর পৃথিবী থেকে দুই তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে বলেও সর্তক করেছেন তারা। বন্যপ্রাণী জরীপে লিভিং প্ল্যানেটের পদ্ধতি নিয়ে বির্তক থাকলেও এর সংখ্যা যে উদ্বেগজনক হারে কমছে তা নিয়ে কোনো বির্তক নেই বলে মনে করছেন গবেষকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি