ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

২০ লাখ রুপির ষাঁড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:২৩, ৩ এপ্রিল ২০১৮

একটি ষাঁড়গরুর দাম কতই বা হতে পারে। এক লাখ, দুই লাখ বড়জোর ৪ লাখ। কিন্তু ষাঁড়ের দাম ২০ লাখ রুপি শুনলে অবাক হবেন না?
ঘটনা কিন্তু সত্যি। ভারতের তামিলনাড়ুর এক রাজনৈতিক নেতা সম্প্রতি ষাঁড়টি কিনেছেন। ষাঁড়টির নামও আছে। বাল্মীকি টাইগার! সম্প্রতি জাল্লিকাট্টুর একটি প্রতিযোগিতায় ষাঁড়টিকে দেখে পছন্দ হয় তামিলনাড়ুর প্রাক্তন বিধায়ক সম্পৎ কুমারের। তার পরেই তিনি সিদ্ধান্ত নেন ষাঁড়টি কেনার।
ষাঁড়টির মালিক প্রিয়া কুমারী নামে এক নারী প্রায় ৭ লাখ রুপি দিয়ে এক কৃষকের থেকে ষাঁড়টি কিনেছেন বলে দাবি করেছেন তিনি। প্রিয়া জানান, প্রথমে ষাঁড়টিকে দেখেই তার মনে হয়েছিল বলিষ্ঠ এই ষাঁড়টি প্রতিযোগিতায় ভালো ফল করবে। সেই মত‌ো কয়েকবার ট্রেনিং দিয়ে ষাঁড়টিকে জাল্লিকাট্টুর মতো প্রতিযোগিতায় নামানোর ব্যবস্থা করেন তিনি। প্রিয়ার ভাষ্য ইতিমধ্যে বাল্মীকি বেশ কয়েকটি পদক জিতেছে।
প্রসঙ্গত, দক্ষিণ ভারতে জাল্লিকাট্টুর জন্য ষাঁড়ের প্রবল চাহিদা থাকে। কিন্তু তাই বলে কোন ষাঁড়ের দাম এত রুপি উঠতে পারে ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে।
সূত্র : এবেলা।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি