ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে পুলিশের কঠোর অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ২২ সেপ্টেম্বর ২০১৮

ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়কে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, আগামী ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হবে। এ রায়কে কেন্দ্র করে ‘কেউ যদি নাশকতার চেষ্টা করে তাদের কঠোর হাতে দমন করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সন্ত্রাসী গোষ্ঠীর কোনো হুমকি নেই উল্লেখ করে সিটিটিসি প্রধান বলেন, এরপরও সব কিছু মাথায় রেখে আমাদের প্রস্তুতি রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে পূজা উৎসব পালন করতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে গুজব রটাতে পারে এমন আশংকা করে তিনি বলেন, এ জন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ রয়েছে। আগামী জাতীয় নির্বাচনের সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বাসস।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি