ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

২১ জেলায় অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট

প্রকাশিত : ১৫:৩০, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩০, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় চলছে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান, পিকআপসহ সকল পণ্যবাহী যানবাহনে পণ্য পরিবহণ বন্ধ আছে। এ কারণে উৎপাদিত দ্রুত পচনশীল পণ্য, হিমায়িত মৎস্য ও শীতের সবজি নিয়ে বিপাকে পড়েছে কৃষকসহ ব্যবসায়ীরা। বিভিন্নস্থানে জ্বালানি তেল সংকটের আশংকা করা হচ্ছে। মহাসড়কে চাঁদাবাজী, অতিরিক্ত টোল আদায় ও গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে হয়রানী বন্ধসহ ১২ দফা দাবিতে এই ধর্মঘট করছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে সোমবার সকাল ৬টা থেকে ২১ জেলার সকল প্রকার পণ্যবাহী ট্রাক ও ট্যাংকলরী যাতায়াত বন্ধ রয়েছে। থেমে থাকা ট্রাকের দীর্ঘ লাইন চোখে পড়ে খুলনা, বরিশাল মেহেরপুর, ঝিনাইদহসহ এসব জেলার সড়ক, মহাসড়ক আর ট্রাকস্ট্যান্ড গুলোতে। পন্য পরিবহণ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন কৃষক, ব্যবসায়ী আর সরবরাহকারী প্রতিষ্ঠাগুলো। ক্ষতির মুখে পড়েছে দ্রুত পচনশীল পণ্য, হিমায়িত মৎস্য ও শীতের শাক-সবজি। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ১২ দফা দাবিতে গেলো শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি