ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘২৪ ঘণ্টা মনিটরিংয়ে থাকবে সামাজিক মাধ্যম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩৪, ১২ সেপ্টেম্বর ২০১৮

ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিহত করতে গুজব শনাক্তকরণ ও নিরসন সেল দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এই সেল কোনও গুজব ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করবে এবং ৩ ঘণ্টার মধ্যে গুজবের সত্যতা সম্পর্কে গণমাধ্যমকে জানাবে।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এ সব তথ্য জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যে কোনও গুজব অসুন্ধানে তথ্য সেল গঠন করা হবে। আর আট ঘণ্টা করে তিনটি শিফটে মোট ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখা হবে সামাজিক যোগাযোগমাধ্যম। কোনও গুজব পাওয়া গেলে ৩ ঘণ্টার মধ্যে এর সত্যতা সম্পর্কে গণমাধ্যমে জানানো হবে।

এ সময় তারানা হালিম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই টুর্নামেন্টের খেলা সম্প্রচার করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন যে কোনও সম্প্রচারের সক্ষমতা অর্জন করেছে। তাই দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এই স্যাটেলাইটের সেবা নিতে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিটিভি প্রতি বছর ছয় কোটি টাকা স্যাটেলাইট ফি দিত। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাওয়ায় এ টাকা এখন সাশ্রয় হবে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি